মানুষগুলো কেমন যেন হয়ে যাচ্ছে 
প্রেম নেই, মমতা নেই
নেই ভালবাসার চিহ্ন ফোঁটা।

সবাই শুধু ছুটছে আর ছুটছেই
অন্তহীন যাত্রায়।
এ যাত্রা অর্থের পিছনে,
এ যাত্রা অতৃপ্ত অপ্রাপ্তিতে,
এ ছুটা সুখের নাগাল পেতে।

শুধু চাই আর চাই
বাড়ী হলে গাড়ী চাই,
চূড়ি হলে ইমারত চাই,
দৌলত চাই, গৌরব চাই।

কেমন যেন হয়ে যাচ্ছে মানুষগুলো
ছোঁয়া নেই, স্পর্শ নেই
হৃদ্যতা নেই এতটুকু।
প্রিয়তার চোখে চোখ রেখে কথার সময় নেই।

ভোরের শিশির দেখেনা এখন কেউ,
নদীর কলকল ধ্বনি শুনার নেই সময়,
শুভ্র মেঘমালার নীলাকাশে বিহঙ্গ দেখার সময় কোথায়।
আকাঙ্ক্ষা নামক অক্সিজেনের সন্ধানে
কার্বন নিয়ে মৃত্যুতে এ যাত্রা থামে।
            .... মঞ্জুর আলম....