ভালবাসা ও আবেগ অর্থমুল্যে তুলনীয় নয়। শর্মিলী তার মেয়ের জন্য যান্ত্রিককালের দৌহিত্রের নিকট দুটি পাঁকা তাল, মুরগীর জন্য ভাঙা চাল ও ধান দিয়েছিল। সে নিয়েওছিল হাসিমাখা মুখে নানীর মুখ রক্ষায়। কিন্তু পথে সেই আবেগমাখা ব্যাগখানি ফেলে যায়। যদিও মূল্যের দাঁড়িপাল্লায় এটির দাম অতি নগন্য, কিন্তু নানীর আবেগে সেটির মূল্য হিমালয়সম।

অতি তুচ্ছ জিনিসের মাঝেও প্রকান্ড আবেগ জড়িয়ে থাকে। সেটি কারো কাছে গুরুত্বহীন আবার কারো কাছে অনেক বড়। তাই ভালবাসা ও আবেগ অর্থ দিয়ে মূল্যায়ন করার অবকাশ নেই।