পাশের বাড়ীর এক প্রতিবেশীর সাথে পথে দেখা। আমার গিন্নির কাছে শুনলাম তার বাচ্ছা হয়েছে রাতে। জিজ্ঞেস করলাম- কি মিঞাভাই, বাবা হয়েছেন শুনলাম, মিষ্টি কই? তো কি হয়েছে, বেটা নাকি বেটি?

ফ্যাকাশে মুখে- মেয়ে হয়েছে ভাই।
মুখ দেখে মনে হয় আপনি খুশি হন নাই। শুনেন মিঞা আমি তিন তিনটা কন্যার বাবা। আমারে দেখে বুঝেন আমি কত সুখী মানুষ। কন্যা সন্তানের বাবা না হলে আপনি বুঝবেনইনা বাবা হবার আসল মর্মার্থ। মেয়ের প্রতি কোন অবহেলা করবেননা ভাই। দেখবেন মেয়ে যখন কথা বলতে শুরু করবে, বারংবার বাবা ডাকবে, জড়িয়ে চুমু খাবে, নিজের খাবার মুখে তুলে দিবে তখন প্রত্যহ আল্লাহর নিকট শুকরিয়া আদায় করতে করতে বল পড়ে যাবে।

সত্যি কন্যা সন্তান আল্লাহ তায়ালার বড় নিয়ামত। মেয়ের হল মায়ের মত মমতাময়ী। সারাজীবন মমতায় ভরে রাখে, এমনকি পিতামাতার মৃত্যুর পরেও সাদকায়ে জারিয়া হিসাবে পূন্য পাঠাতে থাকে। তাদের ক্রন্দনে যেমন পুরুষ শিক্ত হয়, তেমনি মহান সাই'ও শিক্ত হয়ে করুনা করেন।