আর কত শোষন করবি ওরে লুটেরা,
গায়ের রক্তগুলো কি দিব ঢেলে খেতে লুটেপেটে।

রক্ত ছাড়াও আরো কতকি আছে তোতে জমা,
কিডনিটা তোর বাজার দর চড়া,
তোর কি আছে জানা?
তোর দু-চোখের মনি হাটে মেলা দাম,
তোর কঙ্কালখানির জন্য বসে,
কবে যে যাবে তোর প্রাণ।

ওরে হায়েনা, ওরে শকুন,
আর কতকাল শুষে খাবি আমার নিরষ দেহ।
আমি মরুর শুষ্ক বালি, কষ্টে জমা পাথর।

যদি রুক্ষ বালির অতলে মিলে আরবের মত তেল,
তোর বালিতে দালান গড়ব, আকাশ চূড়া মল।
তোর পাথরে রাস্তা গড়ে চালাব পাজারো গাড়ি,
তোর গায়েতে শান দিয়ে সাঁঝাবো টাইলসের ঘর।

ওরে শোষক, ওরে বাটপার
তোর লোভের কি নেই শেষ?
এই আমাকে আর কত নিষ্পেষণ করলে
ক্ষান্ত হবে তোর খায়েশ?

তোদের আত্মনাদে পুলকিত হয় আমাদের মন।
রাবার গাছের মতো চেঁছে তোদের দেহ
উন্নত হয় আমাদের জীবন।
দারুচিনির মতো তোদের ছালে সুরভিত হয় আমাদের যৌবন।