মানুষ চলে যায়, যাবে চলে
এ যে প্রকৃতির রীতি।
তাই বলে চলে যাবে অবেলায়,
রেখে যাবে সব স্মৃতি।

মেঘ হয়ে এসেছিলে, বুঝিনি পরশ।
কুয়াশার ঘোরে রেখেছ ক্ষীণ আবেশ।

প্রথম যেদিন দেখেছিলে আমায় মুগ্ধ নয়নে,
লজ্জ্বায় অবনত হয়ে দেখেছি মোর চরণে।

কিঞ্চিৎ ভালবাসা ছিল তাই বুক ধড়পড়,
প্রেমময় লোহিত রক্ত বয়েছে হৃদয়ে ধপাস-ধপাস।

নিথর হয়ে গেল অঙ্গখানি, কি করে যে পালাই,
প্রেমের শিহরন পেয়েছিলাম প্রথম, ভুলিনি আজো তোমায়।

ভালবেসেছিলে আমায়, মূল্য দেইনি আমি,
অপাত্রে দরদী হলে, যে হৃদয় বুঝেনি।
আহা! প্রেমময়ী, হৃদয় নাড়িয়ে তোমার প্রেম নিংড়াইনি,
হতবাগা আমি সেই প্রেমতরীতে উঠিনি।

ওপারে ভাল থেকো হে প্রিয়তমা,
অন্তরজ্বালায় পুড়ছি আমি, করো মোরে ক্ষমা।
জানি ভালবাসার হৃদয় কভু দেয়না অভিশাপ,
ফারজানা নীল ব্যথায় কাঁতরাই আমি,
করো আমায় মাফ।