দির্ঘ কুড়ি বছর পর আমেরিকা ও তার জোটবাহিনীর উদ্দেশ্যহীন যুদ্ধের যবনিকা ঘটেছে ৩১শে আগস্ট ২০২১ খ্রীষ্টাব্দে। আফগানিস্তান হতে লেজ গুটানোর তাড়নায় যাদের ধ্বংসের অভিপ্রায়ে ৭ই অক্টোবর ২০০১ইং সালে আক্রমন করেছিল মহাশক্তিধর রাস্ট্রগুলো সেই তালেবানের সাথে দুই বছর ধরে প্রচেষ্টার ফলে অসফলভাবে ফেরত যায় স্বদেশে।

রেখে যায় প্রায় ২,৪১,০০০ মানুষের রঞ্জিত আত্মার আত্মনাদ, রেখে যায় সন্তানহারা হাজারো পিতামাতা, স্বজনহারা লাখো জনতা। ঘুম ভেঙ্গে যায় দেখে হৃদয়ভাঙার ধ্বংসলীলা। দিয়ে যায় বিশ্বব্যাপী ইসলাম ফোবিয়া। যা দেশে দেশে স্থিতিশীলতা বিনষ্ট করে, এবং মৌলবাদীদের উত্থান ঘটে।

তারা নিয়ে দুঃসহ ২৪৫৫ জন মৃত সঙ্গীর স্মৃতি। তাদের পরিবারগুলোও আফগানদের মত স্বজনহারা। প্রভুর খায়েশে মানুষ হত্যার রঞ্জিত নিজের হাত প্রতিক্ষনে চমকে উঠে মন। দুঃখ গ্লানির জীবনতরীতে চড়তে চড়তে বিকলপ্রায় মাথার নিউরোন।

বৃথাই ট্রিলিয়ন ডলার খরচ, বৃথাই সময় ও জীবন ক্ষেপণ। ধারনা প্রসূতভাবে একটি দেশে অসমীচীন বল প্রয়োগ, স্বাধীনতা করেছে হরণ। যতটুকু উন্নতি হত জোড় শতকে, উল্টো ধ্বংসপ্রায়। নব উদ্দ্যেমে আবার গড়বে স্বদেশ লেশহীন যুদ্ধের পরে। চাপিয়ে দেয়া সংস্কৃতি তাসের ঘরের মত উড়ে যায়।