ওহে নরপশু টেনেস,
কি করে পারলে নিজ সন্তানকে বলি দিতে।
আহা! আমার বুকের ধনের যন্ত্রনা দেখেছি স্বপ্নে,
আমার পিতৃকুল জেরুজালেম থেকে।
আহা! কেন রেখে গেলাম আমার নাড়ী ছেড়া ধন,
কেন পারিনি বুঝতে পিশাচের মন।
ধিক সিডোনিয়ান, ধিক কাপুরুষ রাজা,
ড্যাগন রক্ষাকর্তা দেবতা নয়, সে শয়তান।
কি করে কেঁড়ে নিতে পারে কঁচি শিশুদের প্রাণ।

ওহে রক্তপিপাসু টেনেস,
ধ্বংস হোক তোমার রাজ্য, ধ্বংস হোক সিডোনিয়ান,
আমার বাঁছাধনের আত্মা পাবেনা শান্তি,
যদি না হয় তোমার মরন।

চুপ হারামজাদি অনেক সহেছি
চিরদিনের জন্য করবো বাকরূদ্ধ।
যদি দেবতা থাকে তুষ্ট
তবে সিডন রবে সার্বভৌম।
যদি এ রাজ্যে আসে চিরশান্তি,
শত সন্তানের হবি জননী।

যদি দেবতা থাকেন সহায়
তুমি হবে সারা জাহানের রানী।
আমি হব পার্সান-মিশরের রাজা,
পারাও, ওচাসরা আমার চরণে দিবে পানি।